শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের মধ্যে সবচেয়ে কম বয়সী নারী নেত্রী হচ্ছেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন (৩৭)।
তিনি এরই মধ্যে একজন প্রগতিশীল নেতা হিসেবে নিজেকে দাবি করেছেন। এ সপ্তাহের শুরুতে গঠন করেছেন নতুন সরকার।
তবে সবার ক্ষেত্রে সম অধিকারে তিনি বিশ্বাস। সমর্থন করেন সমকামিতায় লিপ্ত মানুষের সমান অধিকারে। এরই প্রেক্ষিতে তিনি উত্তম, উৎকৃষ্ট হিসেবে নিউজিল্যান্ডকে গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেছেন।
তার দল লেবার পার্টি নিউজিল্যান্ড ফার্স্ট এবং গ্রিন পার্টির সঙ্গে গঠন করছে জোট সরকার। নির্বাচনী প্রচারণার সময়েই তিনি সবার সম অধিকারের পক্ষে কথা বলেছেন। নিউজিল্যান্ড হেরাল্ডকে তিনি বলেছেন, তার বয়স যখন বিশের কোটায় তখন তিনি চার্চ অব জেসাস ক্রিস্ট ছেড়ে এসেছেন।
কারণ, সমকামী অধিকার নিয়ে চার্চের দৃষ্টিভঙ্গির সঙ্গে তার মিলছিল না। সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ওই চার্চটি সমকামী অধিকারের ক্ষেত্রে দীর্ঘদিন রক্ষণশীল দৃষ্টিভঙ্গি পোষণ করছে।
এ বিষয়ে তিনি বলেন, অনেক বছর ধরে এ নিয়ে আমি ভেবেছি। আমি ভেবেছি সমকামিতার বিষয়টির সমাধান হয় নি। তিনি বলেন, সিভিল ইউনিয়ন বিল যখন আসে তার আগে আমি একটি ফ্লাটে বসবাস করতাম। সেখানে ছিলেন আমার তিনজন সমকামী বন্ধু। তাই এ ইস্যুটি আমি সমাধান করতে চাই।