শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:০৬

সেন্ট্রাল লন্ডনে প্রবেশের সময় নতুন টি-চার্জ আজ সোমবার থেকে কাযকর

সেন্ট্রাল লন্ডনে প্রবেশের সময় নতুন টি-চার্জ আজ সোমবার থেকে কাযকর

শীর্ষবিন্দু নিউজ: আগেই জানিয়ে দেয়া হয়েছিল কনজেশন চার্জের সাথে টি-চার্জ পরিশোধ করতে হবে ব্রিটিশ ড্রাইভারদের। এরই প্রেক্ষিতে ট্রান্সপোট ফর লন্ডন সংক্ষেপে টিএফএল এর ঘোষনা মতে আজ সোমবার থেকে কাযকর হচ্ছে এই নতুন নিয়ম। বায়ু দুষণ কমাতে প্রতি গাড়ির উপর ১০ পাউন্ড টি-চার্জ আরোপ করেছেন লন্ডন মেয়র সাদিক খান।

আজ সোমবার থেকে গাড়ি নিয়ে সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করতে হলে ড্রাইভারদের টি-চার্জ পরিশোধ করতে হবে। সপ্তাহের সোমবার থেকে শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৬টার ভেতরে সেন্ট্রাল লন্ডনে গাড়ি নিয়ে প্রবেশ করলে অবশ্যই টি-চার্জ পরিশোধ করতে হবে। ব্যাংক হলিডে, ক্রিসমাস এবং নিউইয়ার ডেতে টি-চার্জ পরিশোধ করতে হবে না।

সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করার সময়, যেখান থেকে কনজেশন চার্জ শুরু হবে ঠিক সেখান থেকেই টি-চার্জ জংশন শুরু হবে। বর্তমানে ড্রাইভারদের কনজেশন চার্জ পরিশোধ করতে হয়। এর সঙ্গে সোমবার থেকে প্রতি ড্রাইভারকে বাড়তি আরো ১০ পাউন্ড টি-চার্জ পরিশোধ করতে হবে। কনজেশন এবং টি-চার্জ মিলিয়ে একবার সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করলে ২১ পাউন্ড ৫০ পেন্স পরিশোধ করতে হবে।

কারাভান, ঘোড়াবহনকারী বক্স, ব্রেকডা্উন অথবা রিকভারি ভেন, প্রাইভেট এম্বুলেন্সকেও টি-চার্জ পরিশোধ করতে হবে। তিন চাকার গাড়িও টি-চার্জের আওতায় পড়বে তবে মোটরসাইকেল আরোহী এই আওতার বাইরে।

এদিকে, নয় সিট গাড়ি কিংবা তারো বেশি সিটের গাড়ি এই মুহুর্তে বিশেষ ডিসকাউন্ডে কনজেশন চার্জ পরিশোধ করছে। বায়ূ দুষণ আইনের সব দাবী পুরন করতে না পারলে তাদেরকে অবশ্যই টি-চার্জ পরিশোধ করতে হবে। টেক্সি এবং অন্যান্য প্রাইভেট হায়ার গাড়ি, যাদের লাইসেন্স টিএফএলের সঙ্গে নয়, তাদেরকে কনজেশন এবং টি- চার্জ অবশ্যই পরিশোধ করতে হবে।

এটা জানার জন্যে টিএফএলের ওয়েব সাইটে গিয়ে আবদেন করা যাবে। কনজেশন চার্জ যেভাবে পরিশোধ করা হয়, সেই একই কায়দায় টি-চার্জও পরিশোধ করা যাবে। ২৩শে নভেম্বর থেকে টি চার্জ কার্যকর শুরু হবে। যারা অটোমেটিক সিস্টেমে কনজেশন চার্জ পরিশোধ করেন। তাদের কাছ থেকে অটোমেটিককালী টি-চার্জ নেওয়া হবে। টি-চার্জ পরিশোধ না করলে ১৩০ পাউন্ড জরিমানার বিধান রয়েছে। তবে ১৪ দিনের ভেতরে দিলে ৬৫ পাউন্ড পরিশোধ করতে হবে।

২৩শে অক্টোবর, সোমবার থেকে টি-চার্জ কার্যকর হবে। সোম থেকে শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৬টার ভেতরে সেন্ট্রাল লন্ডনে গাড়ি নিয়ে প্রবেশ করলে অবশ্যই টি-চার্জ পরিশোধ করতে হবে। ব্যাংক হলিডে, ক্রিসমাস এবং নিউইয়ার ডেতে টি-চার্জ পরিশোধ করতে হবে না।

এখানে উল্লেখ্য যে, প্রতিদিন প্রায় ১০ হাজার ড্রাইভারকে কনজেশনের সঙ্গে টি-চার্জ পরিশোধ করতে হবে। লন্ডনে বায়ু দুষনের প্রভাবে প্রতি বছর প্রায় ৯ হাজারের বেশি মানুষ মৃত্যুর মুখে পতিত হন। লন্ডনের প্রায় ১ হাজার ৫৩ জন বয়সের মানুষের মধ্যে প্রায় ৭৪ শতাংশ মেয়র সাদিক খানের টক্সিক এয়ার চার্জকে সমর্থন জানিয়েছেন বলে ইউগভের এক সার্ভে রিপোর্টে উঠে এসেছে।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা কর্তৃক নির্ধারিত মাত্রার চাইতে লন্ডনে বায়ু দুষণ বা টক্সিক এয়ার পলিউশনের মাত্রা অনেক উপরে চলে গেছে। এর প্রধান কারণ হিসেবে গাড়ির বিষাক্ত ধোয়াকে দায়ি করা হচ্ছে। এজন্য সেন্ট্রাল লন্ডনে গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রে কিছু কঠোরতা আরোপের পাশাপাশি দৈনিক ১০ পাউন্ড টক্সিক এয়ার চার্জ আরোপের ঘোষণা দিয়েছেন লন্ডন মেয়র সাদিক খান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024