শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:০০

প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব কূটনীতিক দিবস

প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব কূটনীতিক দিবস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রথমবারের মতো পালিত হলো ইন্টারন্যাশনাল ডে অব ডিপ্লোম্যাটস বা বিশ্ব কূটনীতিক দিবস। ২৪শে অক্টোবর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে দিবসটি উদযাপিত হয়। এতে বাংলাদেশসহ ব্রাজিল, ফ্রান্স, ঘানা, ভারত, ইসরাইল, ইতালি, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও তুরস্কের কুটনীতিকরা উপস্থিত ছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।

বিশ্বের কূটনীতকবৃন্দ ও তাদের পরিবারবর্গের কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকারকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যেই ইন্টারন্যাশনাল ডে অব ডিপ্লোম্যাটস উদযাপনের ধারণাটা আসে। সর্বপ্রথম এ দিবস পালনের প্রস্তাবটি করেন ভারতীয় কবি ও কূটনীতিক অভয় কে।

দিবসটির জন্য যে দিনটি বেছে নেয়া হয়েছে, অর্থাৎ ২৪শে অক্টোবর একইসঙ্গে জাতিসংঘ দিবস।

এ বছর ১১ই অক্টোবর ভারতের শীর্ষস্থানীয় একটি অনলাইন দৈনিকে মি. অভয় একটি নিবন্ধ লিখেছিলেন। এর শিরোনাম ছিল: ‘যে কারণে আন্তর্জাতিক কূটনীতিক দিবস থাকা প্রয়োজন’। এরপর থেকেই, তার প্রস্তাবিত ধারণাটি বিশ্বমহলে ব্যাপক সমর্থন পায়। বিভিন্ন দেশের কূটনীতিকরাও তাদের সমর্থন ব্যক্ত করেন।

সেই ধারণা থেকেই দিবসটি উদযাপন করার প্রস্তুতি নেয়া হয়। আর ২৪শে অক্টোবর তা পালিত হয় ব্রাসিলিয়ায়। প্রথমবারের মতো কূটনীতিক দিবস উদযাপনের অনুষ্ঠানে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাহিদা রহমান সুমনা বলেন, ‘কঠোর পরিশ্রমের জন্য কূটনীতিকদের অভিনন্দন জানাতে প্রতি বছরই ইন্টারন্যাশনাল ডে অব ডিপ্লোম্যাটস পালিত হওয়া উচিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024