আগামী ১৪ই সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড গতকাল বুধবার ক্যানবেরায় জাতীয় প্রেসক্লাবে আনুষ্টানিকভাবে এই ঘোষণা দেন। নির্বাচনের আগে ১২ই আগস্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এখানে উল্লেখ্য যে, সাধারণত অস্ট্রেলিয়ায় সাধারণত নির্বাচনের কয়েক সপ্তাহ আগে দিনক্ষণ ঘোষণা করা হয়। কিন্তু এদিকে, গিলার্ড নয় মাস আগে নির্বাচনের তারিখ ঘোষণা করে এক চমক সৃষ্টি করলেন। এই যোষণায় প্রধানমন্ত্রী গিলার্ড আরো বলেন, দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে আমি এই ঘোষণা দেইনি। বরং আগে ভাগে ঘোষণা দেয়ায় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও এদেশে বিনিয়োগকারীরা তাদের নিজস্ব পরিকল্পনা গ্রহণ করতে পারবেন। আর তাতে অস্ট্রেলিয়া উপকৃতেই হবে বলে আমার আশা।
Leave a Reply