সংগীতা দাস: দিন দিন প্রযুক্তি অঙ্গনে যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্ভাবন। আর এর সঙ্গে তাল মিলিয়ে বের হচ্ছে নতুন ডিভাইস। অপরাধ নিয়ন্ত্রণ করতে গোপন ক্যামেরার ব্যবহার এখন পুরোনো। তবে এখন জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার হয়ে উঠছে জনপ্রিয়। সম্প্রতি এ বিষয়টি নিয়ে আশা প্রকাশ করে অস্ট্রেলিয়া। দেশটির পশ্চিমভাগের কর্তৃপক্ষ একটি নতুন আইন করতে যাচ্ছে বলে জানা যায়। যেখানে ওই আইনের আওতায় আগুন লাগিয়ে দেয়ার মতো অপরাধসহ বড় বড় অপরাধীদের ওপর নজর রাখতে জিপিএস ডিভাইস ব্যবহার করা হচে। যৌন নিপীড়নকারীদেরও লাগাতে হবে জিপিএস যন্ত্র। মিসচিন বলেন, পারিবারিক সহিংসতা সৃষ্টিকারীদের জিপিএস যন্ত্র শরীরে লাগাতে আদালত নির্দেশ দিতে পারবে সে বিষয়টি নতুন আইনের খসড়ায় রয়েছে। তিনি জানান, এছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে ব্যবহার করা হবে জিপিএস। অস্ট্রেলিয়ায় দাবানলের আধিক্য রয়েছে। এসব অগ্নিকাণ্ডের অধিকাংশ উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে। নতুন আইন হলে অস্ট্রেলিয়ার অপরাধ বিভিাগের রিভিউ বোর্ড মুক্তি পাওয়া ব্যক্তিকেও জিপিএস দিয়ে পর্যবেক্ষণ করতে পারবে।
Leave a Reply