এবার পশ্চিমবঙ্গে নিমান হতে যাচ্ছে বাংলাদেশ ভবন। পশ্চিমবঙ্গের নিপ্পন ভবন ও শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চীনা ভবনের পর এবার নির্মাণ করা হবে বাংলাদেশ ভবন। বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী এক স্বাক্ষরিত যৌথ ইশতেহার ঘোষণার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয় যা সম্পাদিত হয় ২০১১ সালে।
গত শনিবার শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রস্তাবিত বাংলাদেশ ভবনের স্থান নির্ধারণ, পারিপার্শ্বিকতা, ভবনের আকার, নকশা, নির্মাণের সম্ভাব্য ব্যয় ইত্যাদি বিষয় নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত দত্তগুপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় মত বিনিময়ে মিলিত হোন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. আতফুল হাই শিবলী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি গাজী জিয়াউল হাসান। পরে তারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত চীনা ভবন, নিপ্পন ভবন এবং বাংলাদেশ ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। প্রতিনিধি দল ফিরে শিগগিরই এ বিষয়ে একটি প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে বলে জানানো হয়েছে।
Leave a Reply