যুক্তরাষ্টের ড্রোন এবার হার মানবে ইরানের তৈরি নতুন এই অত্যাধুনিক যুদ্ধবিমানের কাছে।শনিবার উন্মোচন করা যুদ্ধবিমানটি অস্ত্র ও গোলাবারুদসহ যুদ্ধ সরঞ্জামবহন করতে সক্ষম। ইরানের তৈরি নতুন এই যুদ্ধবিমান রাডার ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করেছে ইরানের কর্মকর্তারা। কাহের (বিজয়ী) ৩১৩ নামের ওই বিমানটি ইরানের সর্বশেষ প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। বিমানটি যুদ্ধের সময় শত্রুপক্ষের বিমান চিহ্নিত করতে এবং ভূমিতে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম বলে জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
ইসলামি বিপ্লবের ৩৪তম বছর উদযাপনের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ শনিবার এক অনুষ্ঠানে বিমানটি উন্মোচন করেন। ১৯৭৯ সালের ওই বিপ্লবের মাধ্যমে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে উৎখাত করা হয়েছিল। আহমাদিনেজাদ বলেন, “বিশ্বের অত্যাধুনিক বিমানগুলোর প্রায় সব বৈশিষ্ট্য নিয়ে তৈরি এই বিমান।” শত্রুদের হামলা প্রতিহত করা এবং প্রতিরক্ষার উদ্দেশ্যে ইরানের সামরিক বাহিনীর শক্তি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে আজারাখশ নামে যুদ্ধবিমান নিজের বহরে যোগ করেছিল ইরানের বিমান বাহিনী।
Leave a Reply