শীর্ষবিন্দু নিউজ: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত সংসদ অধিবেশন চলবে। এ দিন পর্যন্ত সংসদ চালাতে সাংবিধানিকভাবে কোন বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবিধানে বলা আছে, সংসদের একটি অধিবেশন থেকে অন্য অধিবেশনের ফারাক যেনো ৬০ দিনের বেশি না হয়। তবে নির্বাচনকালীন তিন মাস সময়ের ক্ষেত্রে এই বিধানটি শিথিল করা হয়েছে। তবে সংসদ বসতে পারবে না এমনটি বলা নেই। আজ গণভবনে আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ বৈঠক শুরু হয়েছে।