শুধু টেনিস খেলার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ফোন ধরেননি বলে অভিযোগ করেছেন ‘দ্য সান’-এর সাবেক সম্পাদক রেবেকা ব্রুকসের স্বামী চার্লি ব্রুকস। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। খবর টাইমস অব ইন্ডিয়ার। ডেভিড ক্যামেরনের বন্ধু চার্লি ব্রুকসের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, চেকার্সে ডেভিড ক্যামেরনের সঙ্গে তিনি যখন টেনিস খেলছিলেন তখন ওবামা ফোন করেন। এ সময় ক্যামেরন ফোন না ধরে তৃতীয় সেট খেলার সিদ্ধান্ত নেন।
কিন্তু ডেভিড ক্যামেরনের কার্যালয়ের কর্মকর্তারা জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তাঁরা জানেন না।
ব্রুকস তাঁর ব্লগ পোস্টে লিখেছেন, ‘একদিন ক্যামেরন আর আমি চেকার্সে টেনিস খেলছিলাম। প্রথমবার আমি জয়ী হই, দ্বিতীয়বার ক্যামেরন। এ সময় একজন এসে ক্যামেরনকে বললেন, “আপনাকে ওবামা ফোন করেছেন।” এ কথা শুনে আমি ভেবেছি যে খেলা এখানেই শেষ। কিন্তু ক্যামেরন ওই ব্যক্তিকে বললেন, “আমরা এখন তৃতীয় সেট খেলব। ওবামাকে বলে দাও, আমি তাঁকে পরে ফোন করব।”’
তবে ব্রুকসের এই মন্তব্যে ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা হতবাক হয়েছেন বলে জানা গেছে।
Leave a Reply