শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
খোদ ব্রিটিশ ক্ষমতাসীন দল কনজার্ভেটিভ পার্টির মন্ত্রীরাই দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে’র পরিকল্পনার সাথে দ্বিমত পোষণ করছেন। এতে ব্রেক্সিটের জন্য আরেকটি গণভোট এখন সময়ের দাবি বলে কনজার্ভেটিভ মন্ত্রীরা মনে করেন। গার্ডিয়ান
ব্রেক্সিট নিয়ে বিভক্ত হয়ে যাচ্ছেন ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টি মন্ত্রীরা। কেউ কেউ সরকারের উপদেষ্টাদের বোঝানোর চেষ্টা করছেন যেন, মে’র পরিকল্পনাটি বাস্তবায়নে আরো বেশি সময় নেয়া হয়।
সম্প্রতি পার্লামেন্টের আস্থা অর্জন না করা এই পরিকল্পনার ওপর আবারো ভোটাভোটির আগে আরেকটি গণভোট দেয়াই একমাত্র উপায় বলে অনেক মন্ত্রী মনে করেন।
প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তির ওপর ভোটাভোটি হবে। এবারও মে’র প্রস্তাবনা ব্যর্থ হলে সরকার পতনেরও আশঙ্কা রয়েছে বলে কনজার্ভেটিভ পাটির গুরুত্বপূর্ণ নেতারা ধারণা করছেন।
পার্লামেন্টের সমর্থনের ওপর নির্ভর করবে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আগামী সপ্তাহের ইইউ’র প্রতিনিধিদের সাথে সম্ভাব্য বৈঠকটি হবে কিনা।