শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ হাউজ অব কমনসে প্রস্তাবিত বেক্সিট খসড়া চুক্তির ওপর ভোট স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।
ইউরোপীয় ইউনিয়নের সাথে আরও উপযুক্ত চুক্তিতে আসার জন্য নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন মে। বিবিসি
মে বলেন, উত্তর আয়ারল্যান্ড সীমান্ত পরিকল্পনা নিয়ে কমনসের সমর্থন পেতে আরও নিশ্চয়তার প্রয়োজনীয়তা রয়েছে। অন্যদিকে, ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ইইউ এবিষয়ে আর কোনও মধ্যস্থতায় যাবে না। তবে, নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা করতে পারেন।
প্রসঙ্গত, মঙ্গলবার হাউজ অব কমনসে চূড়ান্ত ভোট হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়। চুক্তির বিরোধীদের মূল আপত্তি, উত্তর আয়ারল্যান্ডে যুক্তরাজ্যের শুল্ক ব্যবস্থা কার্যকর হবে নাকি ইইউ সদস্য রাষ্ট্র আয়ারল্যান্ডের মতো ইইউয়ের শুল্ক ব্যবস্থা কার্যকর হবে তা নিয়ে। এছাড়া, কোনও পক্ষই কোনও ‘হার্ড বর্ডার’ চায় না।
এর আগে, লেবার পার্টির নেতা জেরমি করবিন বলেন, থেরেসা মের ব্রেক্সিট চুক্তি এতটাই খারাপ যে খোদ সরকারি দল হয়েও তারা ভোট পিছিয়ে দিচ্ছে। আমরা দুই সপ্তাহ আগে থেকেই জানি, ভোট হলে থেরেসা মের চরম বাজে চুক্তিটি পরাজিত হবে কারণ এটি যুক্তরাজ্যের জন্য ক্ষতিকর।