শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ পুলিশ কর্মকর্তাদের জন্যে লিঙ্গ নিরপেক্ষ টয়লেট স্থাপনে খরচ করা হচ্ছে ৪ মিলিয়ন পাউন্ড। এজন্যে নতুন সদর দফতরও বাজেটের ১০ শতাংশ খরচ করছে এ কাজে।
গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ পুলিশের এ সদর দফতর চালু হয় এবং সেখানে ১২’শ পুলিশ কর্তা কাজ করছেন। এধরনের টয়লেটে শাওয়ার, লকার রুম ও কাপড় পরিবর্তনের জন্যে কুঠরি রয়েছে। ৮১৯ বর্গমিটার লকাররুমের জন্যে ব্যয় হচ্ছে ২.৭ মিলিয়ন পাউন্ড।
তবে নারীবাদিদের অনেকে মনে করছেন নারী ও পুরুষের জন্যে পৃথক টয়লেট ব্যবস্থা থাকাই ছিল স্বাভাবিক ব্যাপার। যা টয়লেট ব্যবহারের ক্ষেত্রে নারীর গোপনীয়তাকে রক্ষা করবে।