শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:১০

জালিয়াতির অভিযোগে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলার হারুনের পদত্যাগ: উপ-নির্বাচনে এসপায়ার প্রার্থী ওহিদ আহমদ

জালিয়াতির অভিযোগে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলার হারুনের পদত্যাগ: উপ-নির্বাচনে এসপায়ার প্রার্থী ওহিদ আহমদ

শীর্ষবিন্দু নিউজ: হাউজিং জালিয়াতির অভিযোগে টাওয়ার হ্যামলেটসের ল্যান্সবারী ওয়ার্ডের কাউন্সিলার মুহাম্মদ হারুন পদত্যাগ করেছেন। আগামী ৭ ফেব্রুয়ারী এই ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনকে সামনে রেখে ইতমধ্যে প্রার্থীতা ঘোষনা করেছে এসপায়ার পার্টি। ল্যান্সবারী ওয়ার্ডে ৪ বারের নির্বাচিত সাবেক কাউন্সিলার ও ডেপুটি মেয়র ওহিদ আহমদকে প্রার্থীতা দিয়েছে দলটি।

গত ২৯ ডিসেম্বর স্থানীয় ক্রিপসস্ট্রীট মার্কেটে এক অনাঢ়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তার প্রার্থীতা ঘোষনা করেন এসপায়ার পার্টির জেনারেল সেক্রেটারী ও টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির সাবেক চেয়ার লিল কলিন্স।

একটি সূত্র জানিয়েছে, এমন অভিযোগে আরো দু‘জন কাউন্সিলার পদত্যাগের মুখে রয়েছেন। খুব শীঘ্রই এই দুটি পদেও উপ নির্বাচনের সম্ভাবনা তৈরী হচ্ছে। আরও ভিন্ন দুটি কারনে দু‘জন কাউন্সিলার পদ হারাচ্ছেন। তাদের সবাই বাঙালী বংশোদ্ভুত। মনে হচ্ছে, সব মিলিয়ে মোট ৫টি উপ নির্বাচনের দিকে যাচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অথরিটি।

উল্লেখ্য, মাত্র সাত মাস আগে টাওয়ার হ্যামলেটসের ল্যান্সবারী ওয়ার্ড থেকে লেবার পার্টির হয়ে কাউন্সিলার নির্বাচিত হন মুহাম্মদ হারুন। তিনি পেশায় একজন সলিসিটর। তার বিরুদ্ধে হাউজিং ফ্রডের অভিযোগ তদন্ত করছে সলিসিটর রেগুলেশন অথরিটি সংক্ষেপে এসআরএ।

এ জন্য তিনি কাউন্সিলার পদ থেকে গত সপ্তাহে পদত্যাগ করেন। মুহাম্মদ হারুন পদত্যাগ করায় ল্যান্সবারী ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৭ ফেব্রায়ারী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024