সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:৪১

শপথ নিলেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যরা

শপথ নিলেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যরা

শীর্ষবিন্দু নিউজ: শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিয়মানুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী উপমন্ত্রীদের প্রথমে পদের পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান

সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। শপথের মধ্য দিয়েই টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল আওয়ামী লীগ

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমএদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে গড়লেন নতুন ইতিহাস

এর আগে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভার নাম দফতর বণ্টনের কথা জানানো হয়এবারই প্রথমবার শপথের আগে মন্ত্রীদের তালিকা দফতর বণ্টনের কথা জানিয়ে দেয়া হয়

নতুন পুরনোর সমন্বয়ে গঠিত শেখ হাসিনার মন্ত্রিসভায় এবার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন। বিদায়ী সরকারে থাকা ৩৬ জনের নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি। আর নতুন সরকারের প্রথমবারের মতো সরকারের দায়িত্ব পালন করবেন ৩১ জন

এবার মহাজোটের শরিক দলের কোনো নেতাকে মন্ত্রিসভায় রাখা হয়নি। শুধু আওয়ামী লীগ নেতারাই থাকছেন মন্ত্রিসভায়

বঙ্গভবন সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠানের জন্য দরবার হলে এক হাজারের মতো অতিথির বসার ব্যবস্থা করা হয়। সামনের সারির চেয়ারগুলোতে যারা বসার জন্য নামের ট্যাগ লাগানো হয়

ফুল দিয়ে সাজানো হয় দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ মঞ্চএকসঙ্গে শপথ নেয়ার সুবিধার জন্য বসানো হয় মাইক স্ট্যান্ড। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের মাঠে রয়েছে আপ্যায়নের ব্যবস্থা

শপথ অনুষ্ঠান উপলক্ষে পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অতিথিদের দাওয়াতপত্র পাঠানো হয়




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024