শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দ্বিতীয়বার গণভোটের আয়োজন করলে অধিকাংশ ব্রিটিশ নাগরিক ইউরোপীয় ইউনিয়নেই থাকতে চাইবেন বলে এক জরিপে বলা হয়েছে।
ইউগভ নামে একটি প্রতিষ্ঠানের মতামত জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ ভোটার ইইউতে থাকতেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার বিপরীতে ভোট দেবেন ৪৪ শতাংশ। ২০১৬ সালের গণভোটের চেয়ে যা অন্তত ১২ শতাংশ ব্যবধান।
একইভাবে ৫৬ শতাংশ ভোটার নতুন একটি গণভোটের আয়োজনের দাবি জানিয়েছেন। ২০১৬ সালের জুনে ৫২ শতাংশ ব্রিটিশ ভোটার বলেছেন, তারা ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে চাচ্ছে।
চলতি সপ্তাহে পালামেন্টে প্রধানমন্ত্রী তেরেসা মের ব্রেক্সিট চুক্তি নাকচ হওয়ার পর নতুন করে গণভোট আয়োজনের চাপ বাড়ছে।
সত্তরের বেশি লেবার এমপি, স্কটিশ ন্যাশনাল পার্টির ৩৫ ও লিবারেল ডেমোক্র্যাট পার্টির ১১ এমপি লেবার পার্টির নেতৃত্বের কাছে দলের নীতিতে নতুন গণভোটের দাবি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার লেবার পার্টির নেতা জেরেমি করবেন বলেন, যদি ব্রেক্সিটের জন্য তার দলের বিকল্প পরিকল্পনায় স্থায়ী কাস্টমস ইউনিয়ন যুক্ত করা হয়, তবে তা বাতিল করা হবে।
তার কাজ হচ্ছে অন্য কোনো উপায় বের করা, যার মধ্যে ব্রেক্সিটের জন্য দ্বিতীয় গণভোটের আয়োজনও রয়েছে।