মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৯

বাংলাদেশকে ট্রেনের আড়াইশ বগি সরবরাহ দিচ্ছে ইন্দোনেশিয়া

বাংলাদেশকে ট্রেনের আড়াইশ বগি সরবরাহ দিচ্ছে ইন্দোনেশিয়া

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এ বছর বাংলাদেশকে ট্রেনের ২৫০টি বগি সরবরাহ করবে ইন্দোনেশিয়া। এরই মধ্যে রোববার দেশটির রাষ্ট্র মালিকানাধীন ট্রেন প্রস্তুতকারক পিটি ইন্ডাস্ট্রি কেরেতা অপি (ইনকা) ১৫টি বগি পাঠিয়েছে বাংলাদেশে।

এ বছর তারা বাংলাদেশে যে আড়াইশ বগি পাঠাবে এটা তার অংশ। এর আগে ২০০৬ ও ২০১৬ সালে তারা বাংলাদেশে রপ্তানি করেছে ট্রেনের ২০০ বগি। এ খবর দিয়েছে অনলাইন জাকার্তা পোস্ট।

সুরাবায়ায় ট্যানজাং পেরাকে এক অনুষ্ঠানে এ বছরের সরবরাহের ১৫টি বগি প্রতীকী হিসেবে ছাড় দেন দেশটির শিল্প বিষয়ক মন্ত্রী এয়ারল্যাঙ্গা হারতারতো।

ইনকা প্রেসিডেন্ট পরিচালক বুদি নোভিয়ানতোরা বলেছেন, ২০১৭ সালে বাংলাদেশ রেলওয়ের ১০ কোটি ৮ লাখ ৯০ হাজার ডলারের টেন্ডার পায় পিটি ইনকা। তিনি বলেন, তার কোম্পানি ২০১৬ সালে ৭ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ডলার মূল্যের ১৫০টি বগি রপ্তানি করেছে বাংলাদেশে।

আর ২০০৬ সালে এক কোটি ৩৮ লাখ ডলার মূল্যের ৫০টি বগি সরবরাহ করেছে। তিনি আরো বলেছেন, তারা এ খাতে অন্য দেশগুলো থেকেও অর্ডার পেয়েছেন। এমন দেশের মধ্যে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন ও অস্ট্রেলিয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024