শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১২

মেলানিয়ার কাছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের ক্ষমা প্রার্থনা: ক্ষতিপূরণের স্বীকারোক্তি

মেলানিয়ার কাছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের ক্ষমা প্রার্থনা: ক্ষতিপূরণের স্বীকারোক্তি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে ক্ষতিপূরণ দেয়া কথা জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। এছাড়াও নিজেদের সাইট থেকে মেলানিয়াকে নিয়ে প্রকাশিত ভুয়া প্রতিবেদন তুলে নেয় তারা।

১৯ জানুয়ারি টেলিগ্রাফের সাটারডে টেলিগ্রাফ সাপ্তাহিক ম্যাগাজিনে দ্য মিস্ট্রি  অব মেলানিয়া প্রচ্ছদ গল্পে মেলানিয়াকে নিয়ে নানা বাজে ও ভুলভাল মন্তব্য করা হয়।

দ্য টেলিগ্রাফ জানায়, আমরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং মিসেস ট্রাম্পের পর্যাপ্ত আইনী ক্ষতিপূরণ দিতে রাজি আছি।

আমরা স্বীকার করছি প্রতিবেদনে মেলানিয়ার বাবার ব্যক্তিত্বহীনতা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখার পূর্বে তার মডেলিং ক্যারিয়ারের অসফলতা, মেলানিয়ার আর্কিটেকচার প্রোগ্রাম থেকে সরে যাওয়ার মতো বিষয়গুলো মিথ্যে ছিলো। সেই সঙ্গে নির্বাচনের রাতে মেলানিয়া কেঁদেছিলেন এই প্রতিবেদনও মিথ্যে।

টেলিগ্রাফ আরো জানায়, মেলানিয়া তার স্বামীর সহায়তা ছাড়াই সফল মডেলিং ক্যারিয়ার দাঁড় করাতে সক্ষম এবং ট্রাম্পের সঙ্গে দেখার পূর্বেই তিনি সফল মডেল ছিলেন। এর আগে ২০১৭ সালে আরেক ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিয়েছিলেন মেলানিয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024