শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র সঙ্গে নতুন করে ব্রেক্সিট নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।
অন্যদিকে, ব্রাসেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে আর কোনও মধ্যস্থতার বিষয়ে আগ্রহী নয় ইইউ। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্ট থেরেসা মে’কে ব্রাসেলসে ব্রেক্সিট চুক্তি নিয়ে পুনঃমধ্যস্থতার জন্য পাঠানোর বিষয়ে ভোট দেয়।
ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্কের মুখপাত্র জানান, আমরা ক্রমাগতভাবে যুক্তরাজ্য সরকারকে অনুরোধ জানিয়ে যাচ্ছি তারা যেন তাদের পরবর্তী পদক্ষেপ যতদ্রুত সম্ভব আমাদের জানায়।
প্রতিবন্ধকতাগুলো চুক্তিরই অংশ এবং সেগুলো নিয়ে আর নতুন করে কথা বলার কিছু নেই। চুক্তিটি এখন যে পর্যায়ে রয়েছে তা নিয়মতান্ত্রিকভাবে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সর্বশ্রেষ্ঠ ও একমাত্র পথ।
উল্লেখ্য, প্রতিবন্ধকতা বলতে মূলত আইরিশ সীমান্তের প্রতিবন্ধকতাকেই ইঙ্গিত করা হয়েছে। যেখানে রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাথে যুক্তরাজ্যে অন্তর্ভুক্ত উত্তর আয়ারল্যান্ডের সীমান্তে কঠোর নিরাপত্তা ইস্যুতে এখনও কোনও পক্ষই সমঝোতায় পৌঁছুতে পারেনি।