শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দিয়েছে বৃটিশ সরকার। বাংলাদেশ ভ্রমণকারী বৃটিশ নাগরিকদের উদ্দেশ্যে দেয়া এ সতর্কতায় বলা হয়েছে, ১৫ থেকে ১৭ই ফেব্রুয়ারি ঢাকা উপকণ্ঠে তুরাগ নদীর তীরে হবে মুসলিমদের বড় জমায়েত।
বিশ্বে এটাই মুসলিমদের দ্বিতীয় সর্ববৃহৎ সমাবেশ। এ সময়ে ঢাকার ভিতরে ও এর আশপাশে প্রাত্যহিক জীবনধারা অস্থায়ীভাবে বিঘ্নিত হতে পারে।
তাই এ সময়ে বাংলাদেশ সফরে আসা বৃটিশদের উদ্দেশে বলা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তারা সফর করলে হাতে বাড়তি সময় নিয়ে আসতে। কারণ, এ সময়ে প্রচ- ট্রাফিক জ্যাম থাকবে রাস্তায়।
তা ছাড়া আছে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা। এ ছাড়া ওই বিবৃতিতে এর আগের দেয়া সতর্কতা অব্যাহত রয়েছে।