শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: স্পেনের উত্তরাঞ্চলে প্রায় ৫০টি স্থানের দাবানল নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে। এএফপি, ইয়ন
ক্যান্টাব্রিয়া অঞ্চলের সরকার রোববার জানায়, প্রায় ৫০টি স্থানে এই দাবানল ঘটনা হিসাব করা হয়েছে এবং ৭৬০ জন আগুন নিয়ন্ত্রনের জন্য কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত ৪৮টি স্থানে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়নি কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, এই দাবানল সর্বপ্রথম বৃহস্পতিবার একটি পর্বত অঞ্চল থেকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই ঘটনায় কেউ আহত হয়নি এবং বিপদজ্জনক স্থান থেকে সাধারণ মানুষদের সরিয়ে ফেলা হয়েছে।
ক্যান্টাব্রিয়া অঞ্চলের প্রধান মিগুয়েল অ্যাঞ্জেল স্পেনের একটি টেলিভিশনে জানায়, দু’জনকে গ্রেফটার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ৫জনকে উদ্ধার করা হয়েছে।