শীর্ষবিন্দু নিউজ: সিলেট নগরীর হাউজিং এস্টেটে নবম শ্রেণির শিক্ষার্থী সাহেদ আহমদ খুন হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ ঘটনা ঘটে।
নিহত সাহেদ আহমদ ৫৪ চৌকিদেখি এলাকার মৃত আব্দুল খালেদের পুত্র বলে জানায়। এ ঘটনায় মামুন আহমদ নামে একজনকে আটক করেছে পুলিশ।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। তাকে স্বীকারোক্তিতে খুনের রহস্য বেরিয়ে আসবে।
জানা যায়, নিহত সাহেদ ও তার বন্ধু মামুনের মধ্যে দিনে হযরত শাহজালাল (রহ.) মাজারে হাতাহাতির ঘটনা হয়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাহেদ ও তার এক বন্ধু রাহী হাউজিং এস্টেট এলাকা দিয়ে যাবার পথে প্রতিপক্ষ মামুনের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়।
এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সাহেদ। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় ৪/৫ জন গুরুতর আহত হয় ও সাহেদ নিহত হয়।