রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৮

জাপানের তানাকা বিশ্বে সবচেয়ে বয়স্ক ব্যক্তি

জাপানের তানাকা বিশ্বে সবচেয়ে বয়স্ক ব্যক্তি

বিস্ময়কর ডেস্ক: বিশ্বের জীবিত সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস বুকে স্থান করে নিয়েছেন জাপানের ১১৬ বছর বয়সী নারী কানে তানাকা

জাপানের ফুকুওকা শহরের যে নার্সিংহোমে তিনি বসবাস করেন সেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বীকৃতি দেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের

১৯০৩ সালের জানুয়ারি জন্ম নেয়া তানাকা বোর্ড গেম খেলতে ভালোবাসেন বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। বাবামায়ের আট সন্তানের মধ্যে তিনি সপ্তম। তানাকা ১৯২২ সালে ১৯ বছর বয়সে হিডেও তানাকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন

তাদের চার সন্তান তারা আরেকজনকে দত্তক হিসেবে গ্রহণ করেছিলেন। সচরাচর ভোর ৬টায় ঘুম থেকে ওঠেন তিনি এবং গণিত নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন। এর আগেও জাপানের একজন নারীই বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন

জুলাইতে ১১৭ বছর বয়সী চিয়ো মিয়াকোর মৃত্যু হয়। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের তালিকায় জাপানিদেরই প্রাধান্য। প্রধানত মাছ, ভাত, শাকসবজি অন্যান্য কম চর্বিযুক্ত খাবারই জাপানিদের দীর্ঘজীবিতার কারণ বলে বিবেচিত হয়। জাপানে ঐতিহ্যগতভাবেই বয়স্কজনদের অত্যন্ত সম্মান করা হয়, ফলে ৮০ বছর পার হওয়ার পরও লোকজন কর্মক্ষম থাকেন




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024