শরীর স্বাস্থ্য ডেস্ক: লেবুর রসে থাকা অ্যাসিডিক উপাদান খুশকির জন্য দায়ী জীবাণু দূর করতে পারে। চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি চুল ঝলমলে করতেও জুড়ি নেই লেবুর রসের। জেনে নিন কীভাবে হেয়ার প্যাক তৈরি ও ব্যবহার করবেন।
৪ টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণে তুলার টুকরা ডুবিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
সমপরিমাণ আমলকীর রস ও লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাক।
১টি ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
২ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ৪ টেবিল চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
পরিমাণ মতো বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।