শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় আহত চার বছর বয়সী শিশু আলিনের ৮টি সার্জারি সম্পন্ন হয়েছে। হামলাকারী তার শরীরে তিনটি গুলি করে। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে সে। হামলার দিন বাবা ওয়াসিম আলসাতির সঙ্গে আল নুর মসজিদে নামাজ পড়তে এসেছিল তার চার বছর বয়সী শিশুকন্যা আলিন।
শ্বেতাঙ্গ বর্ণবাদীর ঘৃণা থেকে রক্ষা মেলেনি তারও। বন্দুকের তিনটি গুলি আছড়ে পড়েছিল ছোট্ট ওই শিশুর শরীরে। আলিনের বাবা ওয়াসিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত আটবার অস্ত্রোপচার হয়েছে তার শিশুকন্যার। আমার হয়েছে সাতটি। আমরা এখন শুধু তার সুস্থ হওয়ার অপেক্ষায় আছি।
প্রসঙ্গত গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেনটন টেরেন্ট নামে এক শেতাঙ্গ বন্দুক হামলা চালায়।
হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার পর এক সপ্তাহ পার হয়ে গেছে। তবে এখনও সুস্থ হয়ে ওঠেনি আলিন।