রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:২৩

দুই বাংলাদেশি অভিবাসীর কারাদণ্ড ব্রিটেনে

দুই বাংলাদেশি অভিবাসীর কারাদণ্ড ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মাদক সরবরাহে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ব্রিটিশ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত।

পুলিশের অভিযোগপত্রে দাবি করা হয়েছিল, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। সমন্বিত এক অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছিল।

বুধবার স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে জয়নাল আবেদিন (২৪) ও সামুন মিয়াকে (২৮) এই দণ্ডাদেশ দেওয়া হয়। ওল্ড বেথনাল গ্রীন এলাকার বা‌সিন্দা জয়নালকে হেরোইন ও কোকেন ‌সরবরাহে অ‌ভি‌যোগে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্য‌দিকে ইসল অব ডগসের বা‌সিন্দা সামুন একই অ‌ভিযোগে তি‌ন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। পুলিশের অভিযোগপত্র অনুযায়ী জয়নাল ও সামুন ২২ জ‌নের এক‌টি সংঘবদ্ধ মাদক ব্যাবসায়ী দ‌লের সদস্য। চক্রের ১৯ সদস্য পুরুষ, বাকী তিনজন নারী।

অভিযোগপত্রে বলা হয়েছিল, গোটা চক্রটি সবাই পুর্ব লন্ডনে মাদক ব্যবসায় জড়িত ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024