শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৯

ব্রিটেনে সমকামী বিয়ের বৈধতা পাস

ব্রিটেনে সমকামী বিয়ের বৈধতা পাস

ব্রিটেনের সংসদেও সমকামী বিয়েকে বৈধতা দিয়ে আইন পাস করা হয়েছে।  বিলটি পাসের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সমাজকে শক্তিশালী করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে ব্রিটেনের ধর্মীয় চিন্তাবিদরা সমকামী বিয়ের বিরোধিতা করেছেন। তারা সমকামিতাকে ধর্ম ও নৈতিকতা বিরোধী বলে অভিহিত করছেন। ব্রিটিশ ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আশরাফি বলেছেন, বিশ্বের সবচেয়ে ঘৃণ্য কাজের একটি হচ্ছে সমকামিতা। বিভিন্ন ধর্মীয় সংগঠনের বিরোধিতা সত্ত্বেও এ সংক্রান্ত বিলটির পক্ষে ভোট দিয়েছে ৪০০ জন সংসদ সদস্য। বিলটির বিপক্ষে ভোট পড়েছে ১৭৫টি। এর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কয়েক জন মন্ত্রীসহ ১৩৬ জন সংসদ সদস্য রয়েছেন।আল্লাহতায়ালা সমকামিতাকে এতটাই ঘৃণা করেন যে, তিনি অতীতে সমকামিতার কারণে একটি জাতিকে ধ্বংস করে দিয়েছেন।

শক্তিশালী মিডিয়া অনলাইন টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, বৃটেনে সমকামী বিয়ে থেকে প্রতি বছর আয় হতে পারে ১ কোটি ৮০ লাখ পাউন্ড। অর্থাৎ বৃটিশ অর্থনীতি আরও কিছুটা বেগবান হবে। সমকামী বিয়ে বৈধতা পেলে প্রত্যক্ষভাবে সবচেয়ে বেশি লাভের মুখ দেখবেন হোটেল মালিক, ফুল বিক্রেতা, রেস্তোরা মালিক ও গিফটের দোকানের মালিকরা। বৃটিশ মন্ত্রীরা ধারণা করছেন, সমকামী বিয়ের প্রতিটি অনুষ্ঠানে খরচ হবে নিদেনপক্ষে ৪ হাজার ৭৫০ পাউন্ড। সে হিসেবে মোট আয়ের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ৪৪ লাখ পাউন্ড। অন্যদিকে সিভিল পার্টনারশিপ স্ট্যটাস পরিবর্তন করে বহু সমকামী যুগল বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। সেখান থেকে বৃটিশ অর্থনীতিতে যোগ হবে আরও ৩০ লাখ পাউন্ড।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024