শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কর্তৃপক্ষের পদক্ষেপের দাবিতে সোমবার রাজপথে সমবেত হয়েছেন একদল বিক্ষোভকারী। এ সময় ধরপাকড়ের শিকার হন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভ থেকে গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেস।
সোমবার অধিকার কর্মীদের বিক্ষোভে অচল হয়ে পড়ে লন্ডন। সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়ে বড় ধরনের বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনকে দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে। মার্বেল আর্চ, অক্সফোর্ড সার্কাস, পিকাডিকালি সার্কাস ও পার্লামেন্ট স্কয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা মার্বেল আর্চে প্রবেশের সময় বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালানো হয়।
বিক্ষোভকারীদের দাবি, ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনতে হবে। কয়েকজন বিক্ষোভকারী ওয়াটারলু সেতুর কাছে একটি লরির সঙ্গে নিজেদের আঠা দিয়ে লাগিয়ে ফেলেন, যেন পুলিশ তাদের সরাতে না পারে।
পুলিশের দাবি, ধরপাকড়ের শিকার ২০৯ জনের বেশিরভাগের বিরুদ্ধেই জননিরাপত্তা ভঙ্গ করেছেন। এরমধ্যে পাঁচজনের বিরুদ্ধে গুলি চালানোরও অভিযোগ রয়েছে।
এদিকে বিক্ষোভ চলাকালে লন্ডনের বিভিন্ন স্থানে যান চলাচলের গতি ধীর হয়ে পড়ে। পুলিশ পরিদর্শক কলিন উইনগ্রোভ বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে ৫৫টি রুটে বাস চলাচল বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এতে করে বিপাকে পড়েছেন পাঁচ লাখ মানুষ।
বিক্ষোভের ফলে যান চলাচল ছাড়াও লন্ডনের স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় বলে জানিয়েছে পুলিশ।