শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: উত্তর আয়ারল্যান্ডে ‘দাঙ্গা’র সময় গুলিতে হত্যা করা হয়েছে সাংবাদিক লিরা ম্যাকি’কে (২৯)। শুক্রবারের এ ঘটনাকে পুলিশ সন্ত্রাসী ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে।
সহকারী প্রধান কনস্টেবল মার্ক হ্যামিলটন এক বিবৃতিতে বলেছেন, বৃহস্পতিবার রাতে ক্রেগানে সংঘটিত এক সহিংসার সময় হত্যা করা হয়েছে ওই সাংবাদিককে। এর আগে সাংবাদিক ম্যাকি একটি ছবি পোস্ট করেছিলেন।
তাতে ক্রেগানের একটি হাউজিং এজেস্টে দাঙ্গা পরিস্থিতি দেখা যায়। ওই ঘটনা ঘটে লন্ডনডেরি, যা ডেরি নামেই বেশি পরিচিত সেখানে। ওই ছবির সঙ্গে ম্যাকি লিখেছিলেন, আজ রাতের ডেরি। পুরো মাদকতা।