শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৫

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শেখ সেলিমের নাতি জায়ানের লাশ দেশে আনা হবে মঙ্গলবার

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শেখ সেলিমের নাতি জায়ানের লাশ দেশে আনা হবে মঙ্গলবার

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর লাশ আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশে আনা হবে।

জামাতা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হওয়ায় তাকে দেশে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সোমবার সকালে তিনি একথা জানান।

সংসদ সদস্য শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। শেখ সেলিমের পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন। তারা উঠেছিলেন কলম্বোর পাঁচ তারকা সাংগ্রি-লা হোটেলে।

রোববার সকালে ইস্টার সানডের প্রার্থনার মধ্যে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলা হয়। এর মধ্যে হামলার শিকার হোটেলের রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান চৌধুরী। ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন। বোমা হামলায় প্রিন্স আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যু খবর নিশ্চিত করা হয়।

গতকাল রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০। আহত ৪শ’র বেশি। চিকিৎসকদের আশঙ্কা বাড়বে, নিহতের সংখ্যা। এদিকে সোমবার সকালে শ্রীলঙ্কায় কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ।

নিহতদের মধ্যে রয়েছেন কমপক্ষে ৩৬ জন বিদেশি নাগরিক। রোববার, দিনভর অন্তত আটটি বিস্ফোরণ হয় রাজধানী কলম্বো ও আশপাশের শহরে। ইস্টার সানডে’র প্রার্থণা চলাকালে জনপ্রিয় ৩টি গির্জা এবং পাঁচ তারকা ৩টি হোটেলে ঘটানো হয় আত্মঘাতী বোমা বিস্ফোরণ।

এখনও কোন ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় চলছে অভিযান, আটক করা হয়েছে অন্তত ২৪ সন্দেহভাজনকে। এছাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বহাল থাকবে কারফিউ। গুজব-ভূয়া তথ্যের প্রচার ঠেকাতে বন্ধ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024