শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ১৩৬ জন আরোহী নিয়ে রানওয়ে থেকে পিছলে নদীতে পড়েছে বোয়িং ৭৩৭-এর একটি বাণিজ্যিক জেট বিমান। তবে এতে কেউ মারা যান নি। শুক্রবার এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিলের কাছে।
নেভাল এয়ার স্টেশন জ্যাকসনভিলের একজন মুখপাত্র বলেছেন, শুক্রবার বিমানটি অবতরণ করার পর রানওয়ে থেকে তা পিছলে পড়ে যায় সেইন্ট জনস রিভারে। ওই ফ্লাইটটি নেভাল স্টেশন গুয়ানতানামো বে থেকে উড্ডয়ন করে স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে অবতরণ করছিল।
জ্যাকসনভিলের মেয়র এক টুইটে বলেছেন, বিমানটি পানিতে একেবারে ডুবে যায়নি। ফ্লাইটের সবাই জীবিত আছেন। ক্রুরা বিমান থেকে নদীতে জ্বালানি ছড়িয়ে পড়া রোধে কাজ করছিলেন।