শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রায় তিন বছর পর দেশে ফিরতে প্রস্তুত জাকির নায়েক। তবে শর্ত সাপেক্ষে ভারতে ফিরতে রাজি হয়েছেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকির।
তার বিরুদ্ধে ভারতে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি বর্তমানে মালয়েশিয়ায় বাস করছেন। সময় টিভি
দ্যা উইক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত আমার কোনও দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ আমায় গ্রেফতার করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট আমায় এ আশ্বাস দিলে আমি দেশে ফিরতে রাজি।
সাম্প্রদায়িক উত্তেজক বক্তৃতা ও সন্ত্রাসে উৎসাহ দেওয়ার অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে হাওলায় টাকা লেনদেনের অভিযোগ করা হয়। বর্তমানে তিনি মালেয়েশিয়ার পুত্রজায়ায় মালয়েশিয়ার নাগরিকত্ব নিয়ে থাকছেন।