বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৪৫

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: গত ১৪ই মে মঙ্গলবার রমফোর্ড রোডের কার্ক হলে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

জেনারেল সেক্রেটারি আফতার আহমেদ ও সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন আনছারের যৌথ পরিচালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন নতুন চেয়ারপার্সন কাউন্সিলর আয়েশা চৌধুরী। জামাল উদ্দিনের কণ্ঠে কুরআন তিলাওয়াত দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

বর্তমান চেয়ারপার্সন কাউন্সিলর আয়েশা চৌধুরী তার বক্তব্যে বলেন- ভবিষ্যৎ পরিকল্পনা ও বিগত বৎসরের কাজকর্ম তুলে ধরেন। সংগঠনের ফাউন্ডার ট্রাস্টি মাহিদুর রহমান তার বক্তব্যে বলেন- ট্রাস্টের শুরু কালের কাজকর্ম, ভবিষ্যত পরিকল্পনা এন্ড উদ্দেশ্য অবহিত করেন।

অনুষ্টানে আরও বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের ভাইস চেয়ার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমেদ, কাউন্সিলর আব্দুল হানিফ মুহিত, ট্রাস্টি আব্দুল বারি, জয়েন্ট সেক্রেটারি পারভেজ শাহ প্রমুখ। অনুষ্টানে ৭ জন অতিথি তাদের সদস্যপদ গ্ৰহণ করেন।

অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের কাউন্সিলর আয়েশা সিদ্দিক, কাউন্সিলর লাকমানি শাহ, কমিউনিটি লিডার ফরিদ উদ্দিন, একাউন্টেন্ট মাহবুব মুর্শেদ, নিলুফার মুর্শেদ, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল কামাল, ট্রেজারার জামাল উদ্দিন, ফাউন্ডার চেয়ারম্যান আশিকুর রহমান, ফাউন্ডার ট্রাষ্টি মহিব উদ্দিন, মানিকুর রহমান গনি, মেম্বার আবুল খায়ের নানু, সালেক মিয়া, তাজুল ইসলাম, নুরুল ইসলাম, কদর উদ্দিন, হেনা শেখ, শাপলা সিটির হেড অফ মার্কেটিং জাহাঙ্গীর আলম শিকদার প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024