শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সেই নৃশংস হামলার তদন্ত শুরু হয়েছে ১১ মে থেকে। ব্রেনটন টেরেন্ট নামে ওই অস্ট্রেলীয় বর্ণবাদী শ্বেতাঙ্গ হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আরোপ করেছে পুলিশ। খবর বিবিসির।
মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশ বলেছে, ব্রেনটন টেরেন্টের বিরুদ্ধে সন্তাসবাদে জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো সন্ত্রাসবাদের অভিযোগে কারও বিচার হচ্ছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে ৫১ জনকে হত্যা এবং আরও ৪০ জনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে ব্রেনটন টেরেন্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলা চালায়। এতে ৫১ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন।
হামলাকারী এ সময় তার চালানো হত্যাযজ্ঞ ফেসবুক লাইভে সরাসরি স্ট্রিমিং করেন। ওই হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে যাওয়ার পথে পথচারীর খবরে হোটেল কক্ষে ফিরে আসায় প্রাণে বেঁচে যান।
ওই শ্বেতাঙ্গ সন্ত্রাসীর আন্তর্জাতিক যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচরণসহ তার সব কর্মকাণ্ড তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে নিউজিল্যান্ডের রয়্যাল কমিশন। আগামী ১০ ডিসেম্বর কমিশন তার তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে।