শীর্ষবিন্দু নিউজ: হবিগঞ্জের নোয়াপাড়ায় আল আমিন হোটেলের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।
এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, ‘আল আমিন হোটেল এলাকায় বাস ও একটি দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। নিহত নারীর পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রকটি আটক করা গেলেও চালকরা পালিয়ে গেছে।’