গ্যালারী থেকে ডেস্ক: রাণীর দেশে হচ্ছে বিশ্বকাপ। আর তার সঙ্গে দেখা করবেন না ক্রিকেট নেতারা–তা কী হয়?
অবশেষে ইংল্যান্ড রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করছেন বিশ্বকাপের অধিনায়করা। বুধবার বাকিংহাম প্যালেসে মহারাণীর সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
ক্রিকেট বিশ্বকাপের ২০১৯ আসরে অংশগ্রহণ করছে ১০ দল। প্রত্যেক দলের অধিনায়কই রাণীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ১০ অধিনায়ক।
আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দল ও দক্ষিণ আফ্রিকা।
এবারের বিশ্বকাপ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে প্রতিটি দল প্রত্যেকের সঙ্গে একবার করে মোকাবেলা করবে। সবশেষ ১৯৯২ বিশ্বকাপ হয়েছিল এ ফরম্যাটে।