শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৩৩

সালমান-ক্যাটরিনার ভারত: ১০০ কোটির বেঞ্চমার্ক

সালমান-ক্যাটরিনার ভারত: ১০০ কোটির বেঞ্চমার্ক

বিনোদন ডেস্ক: বলিউডের সবচেয়ে আকাঙ্ক্ষিত জুটি সালমান খানক্যাটরিনা অভিনীত বহুল আলোচিত সিনেমা ভারত মুক্তি পেয়েছে ঈদের দিন। আলি আব্বাস জাফর পরিচালিত ছবিটি প্রথম দিনেই ৪২ কোটি ৩০ লাখ রুপি ঘরে তুলেছে, যা রেকর্ড।

তৃতীয় দিন ছবির আয় ছিল প্রায় ৯৬ কোটি রুপি। চতুর্থ দিনেই ভারত ছুঁয়ে ফেলে ১০০ কোটির বেঞ্চমার্ক

বলিউডে এখনও পর্যন্ত ১০০ কোটির ক্লাবে সবচেয়ে বেশিসংখ্যক ছবি রয়েছে সালমানেরই। ভাইজানখ্যাত অভিনেতা ১৪টি ছবি ১০০ কোটির ক্লাবে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন অক্ষয় কুমার অজয় দেবগন।

দুজনেরই ১০টি করে ছবি বক্স অফিসে পেরিয়েছে ১০০ কোটি রুপি। সাতটি ছবিতে ১০০ কোটি রুপির ওপর আয় নিয়ে শাহরুখ খান রয়েছেন তৃতীয় স্থানে। আমিরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ছটি ছবি পেরিয়েছে ১০০ কোটির মাইলফলক

বুধবার ভারতের চার হাজার ৭০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ভারত। ড্রামা, অ্যাকশন, ইমোশন, কমেডিপ্রায় সব কিছুইভারতছবির কোনো না কোনো অংশে ধরতে চেষ্টা করেছেন সালমান। ভারতে হাজার ৭০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি

সাফল্যের পর সালমান টুইট করেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দেয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খুব আনন্দ হচ্ছে। গর্বও…, জয় হিন্দ।

ভারত’- দীর্ঘ দিন পর বড়পর্দায় ফিরেছেন সালমনক্যাটরিনা জুটি। ফের তাদের রোম্যান্স দেখার সুযোগ পেলেন দর্শকরা। এটি একটি কোরিয়ান ছবির রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবন জার্নির মধ্য দিয়ে দেখানো হয়েছে ভারতের ইতিহাস।

ছবি প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, একটি দেশ এবং একটি মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো।

ভারত এর মধ্য দিয়ে দীর্ঘ দিন পর বড়পর্দায় ফিরেছেন সালমানক্যাটরিনা জুটি। এর আগে এই জুটির টাইগার জিন্দা হ্যায় ছবি মুক্তি পায়, যেটি ব্যবসাসফল হয়েছিল




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024