বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৫:১৭

লন্ডনে পৃথক ছুরিকাঘাতে গর্ভবতী নারীসহ নিহত ৪

লন্ডনে পৃথক ছুরিকাঘাতে গর্ভবতী নারীসহ নিহত ৪

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনে পৃথক ছুরিকাঘাতের ঘটনায় গর্ভবতী এক নারীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ ও পূর্ব লন্ডনে পৃথক তিন হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লন্ডনের একটি স্থানে শনিবার ভোরে ছুরিকাহত এক গর্ভবতী নারীকে উদ্ধার করে পুলিশ। ঘটনার শিকার ওই নারীর মৃত্যু হলেও অপারেশনের মাধ্যমে তার পেটে থাকা শিশুটিকে বের করতে সক্ষম হন চিকিৎসকরা।

শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। নিহত গর্ভবতী নারীর নাম কেলি মেরি ফেভ্রিল। তার বয়স ২৬ বছর। এ ঘটনায় ৩৭ বছরের এক  সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

একইদিন পৃথক দুই হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তহবিল সংকোচনের অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পুলিশের পাশাপাশি সামাজিক সেবা খাতে বাজেট কমিয়ে দেওয়ায় অপেক্ষাকৃত নিরাপদ শহর হিসেবে বিবেচিত লন্ডনে সম্প্রতি এ ধরনের অপরাধের উৎপাত বাড়ছে বলে প্রতীয়মান হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024