শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৫৮

নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নয় ইউরোপ

নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নয় ইউরোপ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপিয় ইউনিয়নকে কঠোরভাবে বিদ্রুপ করলেন ব্রিটেনের বিরোধী দলিয় নেতা জেরেমি করবিন।

ডেইলি মেইলে ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে করবিন বলছেন, ২০১২ সালে পাওয়া নোবেল শান্তি পুরস্কারের জন্য কোনভাবেই যোগ্য নয় ইউরোপ। ডেইলি মেইল

এই লেবার নেতা ব্যঙ্গ করে বলেন, নোবেল শান্তি পুরস্কার কমিটির ভাল সেন্স অব হিউমার রয়েছে। তারা মূলত আর্মি মোতায়েন ও আগ্রাসী সামরিক পররাষ্ট্রনীতির জন্য নোবেল পেয়েছে।

চুটকি করে করবিন বলেন, কেন আপনি হেনরি কিসিঞ্জারকে নোবেল দিলেন না? কিন্তু বারাক ওবামাকে দিলেন, তাকে কি তাহলে আফগানিস্তানের যুদ্ধের জন্য পুরস্কৃত করা হয়েছে? সেন্স অব হিউমার থাকলেই এটি সম্ভব।

মূলত লেবার দলের নেতা নির্বাচিত হওয়ার তিন বছর আগে করবিন এই মন্তব্য করেছেন। ২০১২ সালের অক্টোবরে ইউরোপ অ্যাগিনিস্ট অস্টিরিটি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ওই ভিডিও এখন ফাঁস হওয়ায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন লেবার কর্মীরা। করবিন এখনো ব্রিটেনে দ্বিতীয় গণভোট আয়োজন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন।

যদিও ইউরোপের প্রকাশ্য সমালোচনার করবিনের এই ভিডিও প্রথম নয়। এর আগে ২০০৯ সালে ইউরোপকে মিলিটারি ফ্রাঙ্কেস্টেইন বলে মন্তব্য করে তিনি বলেন ২১ শতকের ইউরোপীয়ান সাম্রাজ্য।

ওই মন্তব্য প্রসঙ্গে করবিনের নিজ দলের এমপি ওয়েন স্মিথ বলেন, যদি পারতেন করবিন নিজেই ব্রেক্সিটকে টেনে নিতেন। কারণ তিনি সবসময়ই ইউরোপিয় সাম্রাজ্য থেকে বেরিয়ে আসায় বিশ্বাস করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024