গত ২৯ জুন শনিবার ওসমানী ট্রাস্ট ও ক্যানারি ওয়ার্ফ পিএলছি গ্রূপের যৌথ উদ্যোগে স্টেপনি থ্রীজি ফুটবল গ্রাউন্ড এ ওভার ৪৫ খেলোয়াড়দের নিয়ে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
লন্ডনে বিভিন্ন এলাকা থেকে আগত ওয়াই এম ও, পপলার ওয়েস্টএন্ড ইউনাইটেড, স্টেপনি, রাজধানী ব্রাদার্স ইউনিয়ন, পি ওয়াই ও, নেউয়র্ক, শাপলা সহ মোট ৮ টি ফুটবল টিম এই খেলায় অংশগ্রহণ করে দুই গ্রূপে বিভক্ত এই খেলায় ফাইনালে ওয়াইএমও ও পপলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করে খেলা ড্র হওয়ায় পরে পেনাল্টিস এর মাধ্যমে মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এ ও পপলার ফুটবল ক্লাব কে পরাজিত করে ওয়াই এম ও চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেl ওয়াই এম ওর গোলকিপার আকরম মিয়া সর্বশেষ বলটি সেভ করে বিজয়ের হাসি ফোটালেন সবার মুখেl
খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যানারি ওয়ার্ফ পি,এল, ছি গ্রূপের এসোসিয়েট ডাইরেক্টর কমিউনিটি অ্যাফেয়ার্স ও স্পোর্টিং ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান জাকির খান, সিইও আরজ মিয়া, ওসমানী ট্রাস্টের ডাইরেক্টর শফিউর রহমান, গয়াস মিয়া, ছানা মিয়া মিয়া প্রমুখl
প্রধান অতিথি জাকির খান তার বক্তব্যে বলেন প্রচন্ড গরমের দিনে আজকে এই টুর্নামেন্টে অংশ গ্রহণ কারি সকল খেলোয়াড় দের অভিনন্দন জানিয়ে বলেন খুব কষ্ট করেছেন এবং বয়সে সবাই ওভার ৪৫ বছর, এই বয়সে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করা সাধারণ ব্যাপার নয়, তবে নিজের যতন নেয়ার জন্য এবং সু স্বাস্থ্যের জন্য নিয়মিত খেলা ধুলার চর্চা রাখা খুবই জরুরিl
পুরস্কার বিতরণী অনুষ্টানে আরো বক্তব্য রাখেন- বিশিষ্ট ইসলামিক স্কলার ও ওসমানী ট্রাস্টের ডাইরেক্টর শফিউর রহমান। তিনি বলেন- এই খেলার মাধ্যমে একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করার বিরাট এক সুন্দর সুযোগ করে দিয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে নাইফ ক্রাইম বা ছুরি অপরাধের মতো জগন্য অপরাধ চরম আকারে রূপ নিয়েছে, তা খুবই ক্ষোভ ও দুঃখজনক ব্যাপার. ছুরি অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজনl এই সুন্দর খেলার আযোজন করায় আয়োজকদের অভিনন্দন এবং খেলায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
– প্রেস বিজ্ঞপ্তি