শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২৮ বছরের শিক্ষিকা ব্রিটানি জামোরা বলছেন, ১৩ বছরের ছাত্রের সঙ্গে শ্রেণীকক্ষে যৌনতায় লিপ্ত হয়ে সামাজিকভাবে কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াননি।
কিন্তু আদালত কোমলমতি ওই শিশুটির সঙ্গে যৌনতার দায়ে ঠিকই ২০ বছর জেল দিয়েছে ব্রিটানিকে। স্টার ইউকে
গত শুক্রবার আরিজনার ওই শিক্ষিতা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। বিচারক শেরি স্টিফেন তাকে এ কারাদ- দেয়ায় অনেকে বিষয়টিকে দৃষ্টান্তমূলক বলে অভিহিত করেছে। অভিভাবকদের কেউ কেউ বলেছেন, আমরা শিশুদের স্কুলে পাঠাই যৌনতার জন্যে নয়, পাঠ নেয়ার জন্যে।
ব্রিটানি ওই শিশুর অভিভাবকের কাছে ক্ষমা চান। নিজেকে একজন ভাল মানুষ হিসেবে দাবি করে বলেন আইন মেনেই চলেন তিনি। তিনি তার ভুলের জন্যে ক্ষমা চেয়ে বলেন বিষয়টি সমাজের জন্যে কোনো হুমকি সৃষ্টি করেনি।
কিন্তু এতে আদালতের মন গলেনি। কারণ ব্রিটানি একাধিকবার শিশুটির সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলেন। ব্রিটানিকে দেয়া এ শাস্তি খুবই কম হয়েছে বলে শিশুটির অভিভাবকরা মনে করছেন।
তারা বলছেন, ব্রিটানি আমাদের বিশ্বাস ও আস্থা ভঙ্গ করে শিশুটিকে চিরদিনের জন্যে বদলে দিয়েছেন। গত বছর মার্চে আরিজনা পুলিশ ব্রিটানিকে গ্রেফতার করে।
লাস ব্রাইসাস এ্যাকাডেমিতে ব্রিটানি ছাড়াও আরো ৬ জন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের কাছে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ রয়েছে।