শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: নাইজেরিয়ার লাগোসে একটি বিমানের ডানায় উঠে পড়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার সকালে দেশটির মুরতালা মুহাম্মদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এ ঘটনা ঘটে।
আজমান এয়ারের একটি বিমান রানওয়েতে চলতে শুরু করা মাত্রই ওই ব্যক্তি বিমানটির ডানায় উঠে বসলে পাইলট কন্ট্রোল টাওয়ারকে বিষয়টি অবহিত করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
আজমান এয়ার এক বিবৃতিতে এ ঘটনা জানালেও ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি। বিমানের ডানায় উঠে বসার পর ওই ব্যক্তি কেবিনে ঢুকে পড়ারও চেষ্টা করেন।
এ সময় বিমানটির এক যাত্রীর তোলা ভিডিওতে দেখা যায় ডানায় ওই ব্যক্তির উঠে পড়ার পর ভীতিবিহ্বল যাত্রীরা দরজা খুলে দেয়ার কথা বলছেন। গ্রেপ্ততারের পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এ ঘটনার পর বিমানটি আরেক দফা তল্লাশির পর গন্তব্যে যাত্রা শুরু করে।