শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৪০

লামা চন্দর পুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর যাত্রা শুরু

লামা চন্দর পুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর যাত্রা শুরু

গত ১৬ই জুন রোজ রবিবার পূর্ব  লন্ডনের ২০ টারনার স্ট্রিটে এক মহতি সভা অনুস্টিত হয়।

উক্ত সভায় সিলেট জেলা তথা গোলাপ গঞ্জ থানার ঐতিহ্যবাহী লামা চন্দর পুর গ্রামের ইউ কে প্রবাসী আপামর জনতার উপস্থিতিতে গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে “লামা চন্দর পুর ওয়েলফেয়ার ট্রাস্ট” নামে একটি সংগঠন গঠন করা হয়।

লন্ডনের প্রাক্তন কাউন্সিলর জনাব মোহম্মদ ফানু মিয়া’র সভাপতিত্বে এবং  হাফিজ বদরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয় l

সভা পরিচালনা করেন প্রিন্সিপাল সলিসিটর হাসানুজ্জামান খান, সেখানে উপস্থিত ছিলেন শাহজালাল ব্যাংকের ডাইরেক্টর আলহাজ- হারুন মিয়া, মাহবুবুর রহমান রুনু, আব্দুল জলিল, জামাল উদ্দিন, এফ রহমান ফলু,  আব্দুল হক, হুমায়ুন কবির রুমেল, ফয়জুল হক, দেলোয়ার হোসেন, সালেহ আহমেদ, তাজ উদ্দিন, সামিম উদ্দিন, বদরুল ইসলাম, ফখরুল ইসলাম, সামিম আহমেদ, ফখর উদ্দিন ও আরো অনেক।

উক্ত সভায় উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে  সংগঠন পরিচালনার লক্ষে নয় (৯) সদস্য বিশিষ্ট একটি এডক কমিটি গঠন করা হয়।

এডক কমিটির সদস্যরা হলেন: হাসানুজ্জামান খান, এফ রহমান ফলু,  হুমায়ুন কবির রুমেল, ফয়জুল হক, সালেহ আহমেদ, তাজ উদ্দিন, বদরুল ইসলাম, ফখরুল ইসলাম ও সামিম উদ্দিন।

পরিশেষে সভায় সর্ব সম্মতিক্রমে সদস্য সংগ্রহের লক্ষ্যে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আগামী ১৫ই সেপ্টেম্বর ২০১৯, সন্ধ্যা ৫.৩০ ঘটিকায়, স্থান: চিল্ড্রেন সেন্টার, ক্রিস্টান স্ট্রিট, লন্ডন ই১।  উক্ত সভায় লামা চন্দর পুর গ্রামের সকল ইউকে প্রবাসীদের উপস্থিত থাকার জন্য লামা চন্দর পুর ওয়েলফেয়ার ট্রাস্ট এডক কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024