বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৯

এরশাদের ডাক পড়েছে গণভবনে: সঙ্গে যাচ্ছেন যারা

এরশাদের ডাক পড়েছে গণভবনে: সঙ্গে যাচ্ছেন যারা

শীর্ষবিন্দু নিউজ: দিনভর জাতীয় পার্টির হম্বিতম্বি চলেছে মহাজোট ছাড়ার। দলের প্রেসিডিয়াম সভা করে সিদ্ধান্ত নিয়েছে, ২৪ অক্টোবর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তারা আর মহাজোটে থাকছেন না। বৈঠকে উপস্থিত একাধিক প্রেসিডিয়াম সদস্য গলমাধ্যমকে জানান, হুসেইন মুহম্মদ এরশাদ বৈঠকে বলেন, আমি ২৪ অথবা ২৫ অক্টোবর মহাজোট ছাড়ার ঘোষণা দিতে চাই।

এদিকে শনিবার সন্ধ্যায়ই জানা গেলো রোববার দলের চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি উচ্চ পর্যায়ের দল যাচ্ছে গণভবনে। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে জাতীয় পার্টির এই দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। সূত্র জানায়, মহাজোট ছাড়ার ব্যাপারে জাতীয় পার্টির একাধিক ঘোষণা, আলোচনা, সমালোচনা পরিপ্রেক্ষিতেই এই বৈঠক হতে চলেছে। অপর একটি সূত্র নিশ্চিত করেছে রোববারের রাতের খাবারটিও প্রধানমন্ত্রীর বাসভবনেই সারবেন জাতীয় পার্টির নেতারা।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ সন্ধ্যায় গণভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আরো যারা যাচ্ছেন তিনিসহ জাতীয় পার্টির ১১ সদস্যের প্রতিনিধি দল এ নৈশভোজে অংশ নেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার। ওই প্রতিনিধি দলে রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ, এবিএম রুহুল আমীন হাওলাদার, জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ব্রিগ্রেডিয়ার জেনারেল অব. কাজী মাহমুদ হাসান, গোলাম মসীহ, আলমগীর শিকদার লোটন, এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়ার অংশ নেয়ার কথা জানা গেছে। প্রধানমন্ত্রীর সাথে সেখানে এক নৈশ ভোজে অংশ নেবেন তারা। তবে রওশন এরশাদ ও কাজী জাফর আহমেদ গণভবনে যাওয়ার ব্যাপারে এখনও প্রস্তুতি নেননি বলে জানা যায়।

২৪ ও ২৫ অক্টোবর মহাজোট ছাড়ার কথা বলা হলেও ২৬ অক্টোবর রাজধানীর বাসাবোতে জাতীয় পার্টির মহাসমাবেশ রয়েছে। ওই সমাবেশ থেকেও মহাজোট ছাড়ার ঘোষণা আসতে পারে বলেই ধারণা করা হচ্ছিলো। এর আগে রোববার সন্ধ্যায়ই মহাজোটের প্রধান শরিক দল আওয়ামী লীগ সভাপতির সঙ্গে জাতীয় পার্টির বৈঠক সব কিছু পাল্টে দিতে পারে বলেই ধারণা সংশ্লিষ্টদের।

তবে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সাবেক ফার্স্ট লেডি বেগম রওশন এরশাদ এমপি বৈঠকে আলোচনায় অংশ নিয়ে বলেন, এভাবে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না। প্রয়োজনে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে অন্যান্য প্রেসিডিয়াম সদস্যরা মহাজোট ছাড়ার পক্ষে মতামত ব্যক্ত করেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024