শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬৬ পিস ইয়াবাসহ মো. কামাল (৩০) নামের এক জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)।
রোববার বেলা ২ টায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। কামাল গাজীপুরের কাপাসিয়ার কপালেশ্বর (সিংহশ্রী) গ্রামের চান মিয়ার ছেলে। তিনি টাকার বিনিময়ে ইয়াবা বহন করছিলেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এএপির অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, আটক যুবক নভোএয়ারের একটি ফ্লাইটে (ভিকিউ ৯৩৬) কক্সবাজার থেকে বেলা দেড়টায় ঢাকায় আসেন। পরে সন্দেহজনক চলাফেরার কারনে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে কামাল তার পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করে।
এরপর তার পাকস্থলি থেকে ১৩ টি খেজুর সদৃশ পোটলা বের করা হয়। যা খুলে মোট ৪৬৬ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলোর বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে কামাল জানিয়েছেন, কাপাসিয়া এলাকার জনৈক আবুল হোসেন মাস্টারের কথায় কামাল কক্সবাজারের হ্নীলায় যান। সেখানে তিনদিন অবস্থান করেন।
এরপর ইয়াবা সংগ্রহ করে পাকস্থলিতে করে ঢাকায় নিয়ে আসেন। ইয়াবাগুলো নিয়ে কাপাসিয়া গিয়ে বিক্রি করার কথা ছিল। এজন্য কামালকে ২০ হাজার টাকা দেয়ার কথা ছিল আবুল হোসেন মাস্টারের।
এএপির কর্মকর্তা আলমগীর জানান, কামালের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।