মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:০৩

ব্রিটেনে মুসলিম বিরোধী আক্রমণ রেকর্ড ৩৭৫ শতাংশ বৃদ্ধি

ব্রিটেনে মুসলিম বিরোধী আক্রমণ রেকর্ড ৩৭৫ শতাংশ বৃদ্ধি

শীর্ষবিন্দু নিউজ: বোরকা পরিহিতা মুসলিম নারীদের পোস্ট অফিসের চিঠির বাক্স কিংবা ব্যাংক ডাকাতদের সঙ্গে তুলনা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এরপর কয়েক সপ্তাহের মধ্যে মুসলমানদের ওপর বিদ্বেষপূর্ণ বক্তব্যের পরিমান বেড়েছে ৩৭৫ শতাংশ। এ্যান্টি হেট মনিটর নামে একটি সংগঠন এ তথ্য দিয়েছে।

গত আগস্ট মাসে বরিস জনসনের মুসলিম নারী নিয়ে আপত্তিকর বক্তব্যে দি টেলিগ্রাফে প্রকাশিত হয়। এরপর এ্যান্টি হেট মনিটর তিন সপ্তাহে মোট ৫৭টি ঘটনা রেকর্ড করেছে যেসব ঘটনার ৩২টিতে সরাসরি বোরকা পরিহিতা মুসলিম নারীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।

প্রথম সপ্তাহে এধরনের ঘটনা ঘটে ৩৮টি। এর মধ্যে ২২টি মুসলিম নারীকে লক্ষ্য করে আপত্তিকর উক্তি করা হয়। এদের সবাই বোরকা পরিহিতা ছিলেন।

একটি কলামে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন বোরকা পরিহিতা নারী সম্পূর্ণরুপে বিরক্তিকর। মনে হয়ে চিঠির বাক্স। তবে তিনি তা বাতিলে অস্বীকৃতি জানিয়েছিলেন বলেও জানান।

এ ধরনের মন্তব্যের জন্যে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এবং মন্ত্রী ব্রানডন লুইস বরিস জনসনকে ক্ষমা চাওয়ার আহবান জানালেও বরিস তা চাইতে অস্বীকার করেন। মু

সলিম সংগঠনগুলোর নেতারা মনে করছে বরিস জনসনের এধরনের মন্তব্য দেশটির রক্ষণশীল দলের শীর্ষ নেতাদের মধ্যে যে ইসলামভীতি কাজ করছে তারই বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। দি মুসলিম কাউন্সিল অব ব্রিটেন দেশটির রক্ষণশীল দলের নেতাদের মধ্যে এধরনের ইসলামভীতি নিয়ে তদন্তের দাবি জানিয়েছে।

ব্রিটেনে ধর্মীয় বিদ্বেষপূর্ণ অপরাধের ঘটনা ঘটে ২০১৬ সালে ৪৪’শ টি এবং ২০১৭ সালে তা বৃদ্ধি পায় ৫ হাজার ৯৪৯টিতে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024