শীর্ষবিন্দু নিউজ: বৈধ কাগজপত্র ছাড়া কাজ করার অভিযোগে গত চার দিনে পাঁচ বাংলাদেশী নাগরিককে আটক করেছে যুক্তরাজ্য। দুইটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সে দেশের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিট তাদের আটক করে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আটক দুইজনকে বাংলাদেশে ফেরত পাঠাতে দেশটির অভিবাসী আটককেন্দ্রে (ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার) রাখা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এদের একজনের বয়স ৫৬, অপরজন ২৯ বছর বয়সী। আটক হওয়া বাকি ৩ জনের বিরুদ্ধে অভিবাসন ইস্যুতে মামলা চলছে।
ধারণা করা হয়, বৈধ কাগজপত্রহীন অবস্থায় প্রায় এক লাখ বাংলাদেশি দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করে আসছে।
সম্প্রতি দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে ব্রেক্সিট ইস্যুই এখন গোটা যুক্তরাজ্যের রাজনৈতিক মনোযোগের কেন্দ্রে অবস্থান করছে।