বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৫২

গোলাপগঞ্জ উৎসব সফল করতে উদযাপন কমিটির প্রস্তুতি সভা

গোলাপগঞ্জ উৎসব সফল করতে উদযাপন কমিটির প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক: আগামী ১৫ই সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব যুক্তরাজ্য-২০১৯। লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে গোলাপগঞ্জ উৎসব অনুষ্টিত হবে।

সকাল ১০টা র‌্যালি নিয়ে শুভ যাত্রা শুরু হবে ঐতিহাসিক আলতাব আলী পার্ক থেকে ব্রাডি আর্টস সেন্টারে, রাত ১০টা পর্যন্ত চলবে এ উৎসব। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে দেশ-বিদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এ উৎসব সফলের লক্ষ্যে গোলাপগঞ্জের কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন উৎসব উদযাপন কমিটি। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লন্ডনের কেয়ার হাউজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া গত কাল ৯ সেপ্টেম্বর লন্ডনের বাইরে লুটনের  নেতৃবৃন্দদের নিয়ে আরেকটি প্রস্তুতি সভা করেছেন উৎসব উদযাপন কমিটি, উৎসব উদযাপন কমিটির আহবায়ক একাউন্টেন্ট আবু তাহেরের সভাপতিত্বে এবং সচিব মোঃ মারুফ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তমিজুর রহমান রন্জু, মামুনুর রশিদ খান, মাসুদ আহমেদ জোয়ারদার, মিছবাহুল হক মাছুম, দেলোয়ার হোসেন, সালাউদ্দিন, কাওছার আহমদ জগলু, সিদ্দিকুর রহমান এবং গোলাপগঞ্জের সম্মানিত মরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন- আলতাব হোসেন বাইছ, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন চেয়ারম্যান, মাসুক উদ্দিন, সামছুল হক, লোকমান উদ্দিন আজিজুস সামাদ, কলা মিয়া প্রমুখ।

এদিকে ৯ সেপ্টেম্বর লুটনের সভায় গোলাপগঞ্জ  জনকল্যান লুটন এর সভাপতি ফয়সল আহমেদ এর সভাপতিত্বে  এবং সেক্রেটারি শাহরিয়ার আহমেদ সুমন ও উৎসব  উদযাপন কমিটির সচিব মোঃ মারুফ আহমেদের যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উৎসব উদযাপন কমিটির আহবায়ক একাউন্টেন্ট আবু তাহেরেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024