রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:১১

গ্রেজুয়েটদের কর্মসংস্থানে ওয়ার্কপাথ এর পাইলট প্রোগ্রাম

গ্রেজুয়েটদের কর্মসংস্থানে ওয়ার্কপাথ এর পাইলট প্রোগ্রাম

পূর্ব লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন (কিউএমইউএল) এর গ্রেজুয়েট শিক্ষার্থীরা চাকুরিতে ঢোকার জন্য নিজেদের প্রস্তুত করতে ওয়ার্কপাথ এর তিন দিনের একটি কর্মশালায় অংশ নিয়েছেন। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন দিনের এই পাইলট কর্মসূচিতে শিক্ষার্থীদের চাকুরির আবেদনপত্রের বিভিন্ন দিক এবং ইন্টারভিউ বা সাক্ষাতকারের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।
এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের বিপুল সমাহার রয়েছে টাওয়ার হ্যামলেটসে। তবে আমাদের কিছু কিছু বাসিন্দা মনে করে যে, কাজের সুযোগগুলো হয়তো তাদের ধরাছোঁয়ার বাইরে। আমাদের ওয়ার্কপাথ প্রোগ্রামটি তরুণ বয়সীদের অমূল্য দক্ষতা অর্জন ও যোগাযোগ স্থাপনে সহায়তা করে, যা তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে সর্বোত্তম সাফল্য অর্জনে সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেয়। উল্লেখ্য, ওয়ার্কপাথ হলো টাওয়ার হ্যামলেটসের সকল বাসিন্দার জন্য একটি অনন্য কর্মসংস্থান পরিসেবা, যা সব ধরনের কাজ, দক্ষতা অথবা অভিজ্ঞতা অর্জনে স্থানিয় জনসাধারণকে সহায়তা দিয়ে থাকে। ২০১৮ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ওয়ার্কপাথ টিম অংশিদারদের সাথে মিলে সহস্রাধিক লোককে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেছে।
কেবিনেট মেম্বার ফর ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রোথ, কাউন্সিলর মতিন উজ-জামান ২রা অক্টোবর বুধবার কুইন মেরি ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে যোগদানকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং পাইলট প্রজেক্টে অংশ নেয়া গ্রেজুয়েটদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।
এসময় তিনি বলেন, কুইন মেরি ইউনিভার্সিটি আমাদের এই এলাকায় অবস্থিত হওয়ায় আমরা গর্বিত এবং কাউন্সিল হিসেবে আমরা ইউনিভার্সিটি ও কর্মক্ষেত্রের মধ্যে বিরাজমান ব্যবধান কমিয়ে আনতে একসাথে কাজ করে যাচ্চিছ। আমরা যে শিক্ষার্থীদের ইন্টারভিউ টেকনিক সম্পর্কে ট্রেনিং দিয়েছি, তাদের সাথে দেখা করতে পেরে এবং তাদের সম্ভাবনা পূরণ হতে দেখে আমাদের খুব ভালো লাগলো। বুধবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে জেমকার্প, নেস্ট কর্পোরেশন, এবং মাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দেন।
কুইন মেরি ইউনির্ভাসিটির স্নাতক, হাবিবা আর্থার বলেন, ওয়ার্কপাথ প্রজেক্ট সাক্ষাতকার দেয়ার ক্ষেত্রে বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের প্রদান করেছে এবং কর্মশালা চলার সময় প্রচুর উপকারি গঠনমূলক সমালোচনা সম্পর্কেও জানা গেছে। এই বারার পেশাদারদের সাথে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ, বিশেষ করে আমার বেড়ে ওঠা ও বসবাস এই টাওয়ার হ্যামলেটসে। কর্মশালায় অংশ নেয়ার পর আমার মনে হচ্ছে চাকুরি লাভের ক্ষেত্রে আমি শক্তিশালী নিয়োগযোগ্য প্রার্থী এখন।
টাওয়ার হ্যামলেটসের স্কিলস এন্ড এম্পলয়মেন্ট সেন্টারে (৫৫ আপার ব্যাংক স্ট্রিট, ক্যানরি ওয়ার্ফ, ই১৪ ৫জিআর) প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওয়ার্কপাথ ড্রপ-ইন সেশন অনুষ্ঠিত হয়। তাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে ০২০ ৭৩৬৪ ৫০০০ অথবা ইমেইল করুন workpath@towerhamlets.gov.uk – এই ঠিকানায়।
-প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024