শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৩২

বাংলা টিভি পিঠামেলা ২০১৯ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলা টিভি পিঠামেলা ২০১৯ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: আগামী ২৬ অক্টোবর ২০১৯, শনিবার অনুষ্ঠিতব্য বাংলা টিভি পিঠামেলা ২০১৯ কে সফল করতে কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

বাংলা টিভি ইউরোপ কার্যালয়ে অনুষ্টিত মতবিনিময় সভায় বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, বাঙ্গালী খাদ্য সংস্কৃতির অন্যতম উপাদান পিঠাকে বিলাতে জনপ্রিয় করতে বাংলা টিভি দীর্ঘদিন ধরে যে প্রচারণা চালিয়ে আসছে তা নি:সন্দেহে প্রশংসার দাবীদার। কারী ইন্ডাস্ট্রির পাশাপাশি পিঠা ইন্ডাস্ট্রি গড়ে তোলে বাংলার ঐতিহ্যবাহী পিঠাকে বিলাতের ভোজনবিলাসীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব বলে অভিমত প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক এম জলিল খান, উপদেষ্টা আলী আকবর খোকন, গ্রেটার রংপুর এসোসিয়েশনের সভাপতি আবদুর রাজ্জাক, নুরুজ্জামান খান, ঢাকা ক্লাব ইউকের সভাপতি নাসিমউদ্দিন খান, ভৈরব এসোসিয়েশনের সভাপতি আরমান উদ্দিন, নিউহ্যাম কনজারভেটিব দলের সভাপতি মুফতি নাফিস, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক আহমেদ রাজু, হাকিম সিকদার, গৌরব ৭১ এর সাংগঠনিক সম্পাদক ফকির আল মামুন, মিডিয়া ব্যক্তিত্ব বাসিত চৌধুরী, সাইদা চৌধুরী, সংগীত শিল্পী পরশমনি, মিরা বড়ুয়াসহ আরো অনেকে।

এতে বক্তব্য রাখেন সাংবাদিক কবি মিলটন রহমান, সাংবাদিক সরওয়ার হোসেন, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, তারেকুল ইসলাম চৌধুরী, মনোয়ার আহমেদ এবং মুবিন ভুঁইয়া কাজলসহ আরো অনেকে।

সভায় জানানো হয় এবার পিঠাকে বিলেতের রেস্টুরেন্টে বাজারজাত করণে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন(বিসিএ), ইউকেবিসিসিআই, বিবিসিএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং ব্যবসায়ীগণ উপস্থিত থাকবেন এবং বিষয়ে দিক নির্দেশনা দিবেন।

এছাড়া মেলায় পিঠা শিল্পীদের উৎসাহ দিতে পুরস্কার এবং সনদ প্রদান করা হবে। এছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবেপিঠার গানএবং বাংলাদেশ থেকে আগত এবং স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান।

এবার বাংলা টিভি পিঠামেলা অনুষ্ঠিত হবে পার্ল গার্ডেন, ৯০৯৬ হাইস্ট্রীট নর্থ(আরগোসের উপরে) ইস্টহাম, লন্ডন ই৬ ২এইচটি এ। মেলায় বাংলাদেশ থেকে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, পরিচালক . দিনাক সোহানী পিংকিসহ একটি টিম অংম গ্রহণ করবেন।

উল্লেখ্য, বাংলা টিভি ২০০৮ সাল থেকে সাফল্যজনক ভাবে পিঠামেলার আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলার খাদ্য সংস্কৃতির সবচেয়ে অলংকৃত খাবার পিঠাকে বিলেতের মাটিতে নব রূপ দিতে এবারও মেলা আয়োজিত হবে। এতে অংশ নেবেন প্রায় অর্ধ শতাধিক পিঠাশিল্পী




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024