বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৪

যুক্তরাজ্যে আগাম সাধারণ নির্বাচন ১২ই ডিসেম্বর

যুক্তরাজ্যে আগাম সাধারণ নির্বাচন ১২ই ডিসেম্বর

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ই ডিসেম্বর। ব্রেক্সিটের অচলাবস্থার মধ্যেই পার্লামেন্টে কয়েক মাস ধরে নির্বাচনের আহ্বান জানিয়ে আসছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

অবশেষে মঙ্গলবার পার্লামেন্টের ভোটে নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছেন এমপিরা। নির্বাচনের পক্ষে ভোট দিয়েছেন ৪৩৮ জন আর বিপক্ষে ভোট দিয়েছেন ২০ জন। ১৯২৩ সালের পর এই প্রথম ডিসেম্বরে সাধারণ নির্বাচনের পক্ষে অনুমোদন দিলো হাউস অব কমন্স।

তবে এই বিলটি লর্ড সভায় অনুমোদন হতে হবে এবং চলতি সপ্তাহের শেষের দিকেই এটি আইনে পরিণত হতে পারে। যদি তাই ঘটে তবে নির্বাচনী প্রচারণার জন্য মাত্র পাঁচ সপ্তাহ বাকি থাকবে। প্রধানমন্ত্রী জনসন বলেছেন, ব্রেক্সিট এবং দেশের ভবিষ্যতের বিষয়ে জনগণকে অবশ্যই মতামত দিতে হবে।

বরিস জনসন আশা প্রকাশ করেছেন যে, বেক্সিট চুক্তি এবং বর্তমান পার্লামেন্টের অচলাবস্থা নিরসনে তাকে নতুন দিক নির্দেশনা দেবে এই নির্বাচন। ব্রেক্সিটের জন্য আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে যুক্তরাজ্য।।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024